টাঙ্গাইলে পোল্ট্রি ব্যবসায়ী মেজু হত্যায় আসামির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৫

টাঙ্গাইলের সখীপুরে পোল্ট্রি ব্যবসায়ী মেজু আহমেদ (৪৩) হত্যাকা-ে গ্রেপ্তারকৃত আসামি সবুজ দেওয়ান (৩০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ব্যবসায়ীক দ্বন্দ্বে মেজু আহমেদকে হত্যা করে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয় বলে জানান সবুজ।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের জেষ্ঠ্য বিচারিক ম্যাজিস্ট্রেট রুপম কান্তি দাসের আদালতে পোল্ট্রি ব্যবসায়ী সবুজ দেওয়ান ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পুলিশ আসামি সবুজ দেওয়ানকে মঙ্গলবার সাভারের আশুলিয়া জামগড়া এলাকা থেকে এবং লাশ বহনকারী পিকআপ চালক মতিউর রহমানকে (৩৫) টাঙ্গাইলের কালিহাতী এলাকা থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়।

এ ব্যাপারে নিহত মেজু আহমেদের স্ত্রী হেনা বেগম বলেন, স্বামীর ব্যবসায়ীক শত্রু সবুজ দেওয়ানকে আমার প্রথমে সন্দেহ হয়। সে সাভারে এলাকায় একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সবুজ এর আগেও তাঁর স্বামীকে মিথ্যা মামলায়ও জেল খটিয়েছিলেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট দুপুরে মেজু আহমেদ ব্যবসায়ীক কাজে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে আশুলিয়ার জামগড়ার বাসা থেকে বের হন। পরে খোঁজ না পেয়ে ওই রাতেই তাঁর স্ত্রী হেনা আক্তার আশুলিয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের তিনদিন পর গত ২৩ আগস্ট টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঢাকা-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় পরে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর অর্ধগলিত মেজু আহমেদের লাশ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অচিরেই মেজু আহমেদ হত্যায় বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :