শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৮

সিরজাগঞ্জের উল্লাপাড়ায় শাপলা ফুল তুলতে গিয়ে বজ্রপাতে আতিয়া খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় ডলি খাতুন (১৪) তার এক সহপাঠী আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার রাজমান গ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়া মোহনপুর ইউপির বলতৈল গ্রামের হাতেম আলীর মেয়ে ও রাজমান প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও আহত ডলি খাতুন রাজমান গ্রামের জুলহক হোসেনের মেয়ে।

স্থানীয় ৫নং দূর্গানগর ইউপি সদস্য (মেম্বার) আব্দুল কুদ্দুস বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, আতিয়া রাজমানে নানা বাড়ি থেকে লেখাপড়া করতো। বৃহস্পতিবার দুপুরে মডেল টেস্ট পরীক্ষা শেষে তার সহপাঠী ডলিকে নিয়ে রাজমান শাপলা বিলে ফুল তুলতে যায়। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আতিয়ার শরীর ঝলসে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় তার সহপাঠী ডলি আহত হয়েছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :