পদ্মা অয়েলের সাবেক এমডি আবুল খায়ের কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৩

অর্থ আত্মসাত সংক্রান্ত করা দুর্নীতির মামলায় পদ্মা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার রাতে দুদক পরিচালক এ কে এম জায়েদ হোসেন খানের নেতৃত্বে কমিশনের আর্মড পুলিশ ইউনিট রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম এ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন।

মামলাটিতে ম্যাক্স ওয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের এমডি মো. ফাহিম জামান পাঠান ও প্রকল্প পরিচালক মো. আলী হোসেনও আসামি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের জন্য হাইড্রেন্ট লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে পদ্মা অয়েল। ২০১৬ সালের জুনে ওই প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্পের কাজের মোট খরচ দেখানো হয় ৯ লাখ ৬৭ হাজার ৪০০ মার্কিন ডলার। কিন্তু দুদকের তদন্তে ৬ লাখ ৩২ হাজার ৮৩৮ মার্কিন ডলারের কাজ পাওয়া যায়। ফলে আসামিরা পরস্পর যোগসাজসে ওই প্রকল্প নির্মাণে ২ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৬২২ টাকা আত্মসাৎ করেন।

ওই অভিযোগে আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ৬ এপ্রিল দুদকের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেন।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :