‘পূর্বপশ্চিম’র নতুন নির্বাহী সম্পাদক কবি ইকবাল রাশেদীন

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৬

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর

বাংলাদেশ ও ভারতের যৌথ ভাবনায় সাহিত্য-সাংস্কৃতিক পত্রিকা ‘পূর্বপশ্চিম’। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকদের একজন ফরিদপুরের কৃতিসন্তান কবি ইকবাল রাশেদীন।

ফরিদপুরে এবং অন্যান্য পরিসরে ডাকনাম ‘তরুণ’ নামে পরিচিত। তিনি সম্প্রতি  ‘পূর্বপশ্চিম’ পত্রিকার সিদ্ধান্ত মোতাবেক এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।

কবি আশরাফ জুয়েল ও কবি সাহিত্যিক গীতিকার অমিত গোস্বামী দুই দেশের পক্ষ থেকে সম্পাদক এবং বাংলাদেশে সম্পাদকমণ্ডলীতে আছেন কবি আলোময় বিশ্বাস ও সাহানা পারভীন। ভারতের পশ্চিমবঙ্গে সম্পাদকমণ্ডলীতে আছেন কবি রেহান কৌশিক, জিনিয়া রায় ও বিপ্লব মিত্র।

পত্রিকাটির প্রধান উপদেষ্টা নাট্যব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

মুখ্য উপদেষ্টা কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি মৃণাল বসু চৌধুরী। কার্যকরী সভাপতি কবি কামাল চৌধুরী ও অধ্যক্ষ বীরবিক্রম রায়।

সত্তর দশকের উল্লেখযোগ্য কবি কামাল চৌধুরী (ড. কামাল আবদুল নাসের চৌধুরী) বর্তমানে চাকরি সূত্রে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে কর্মরত।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)