রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্বিচারে নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় এ মানববন্ধন হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষ।

ঘণ্টাব্যাপী মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী মাহবুবুর রহমান জিয়া, সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মুফতী সাইদুর রহমান, জেলা যুগ্ম মহাসচিব মাওলানা জিয়াউল হক কাশেমী প্রমুখ।

এসময় বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর এমন বর্বোরোচিত নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া অং সাং সুচির কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :