রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য চান বি. চৌধুরী ও ড. কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৮ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪২

রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য চান সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং প্রবীণ আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যের এই প্রক্রিয়াকে সমর্থন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সমাবেশের এই ঐক্যের কথা জানান তারা। রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদ ও সমস্যার স্থায়ী সমাধানে জাতীয় ঐক্যের দাবিতে বদরুদ্দোজা চৌধুরী ও কামাল হোসেনের আমন্ত্রণে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের জনগণ এক, বিশ্ববাসীর কাছে বিষয়টি তুলে ধরতে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বড় সমাবেশ করতে চান বক্তারা। এছাড়া কক্সবাজারেও এ সংক্রান্ত একটি সমাবেশ করতে চান তারা।

সমাবেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে সব রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানাবো। চলুন পাঁচটি বড় বড় শহরে সমাবেশ করি। এরপর কক্সবাজারে সমাবেশ করি। এজন্য যে বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের পাশে আছে, একটি ইস্যুতে বাংলাদেশের মানুষ একত্র হবে।’

রোহিঙ্গা সমস্যা আমাদের জাতীয় জীবনে বিরাট সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আন্তর্জাতিক রাজনীতির সাথে জড়িত। মিয়ানমারে চীন, রাশিয়া, ভারত ও ইসরাইল অস্ত্র বিক্রি করছে। এখানে তাদের স্বার্থ রয়েছে। তবে এই সমস্যা সমাধানে চীন, রাশিয়া ও ভারতকে আমাদের বুঝাতেই হবে। একইসঙ্গে মিয়ানমারকেও আমাদের বুঝাতে হবে। তাদের যারা সমর্থক তাদেরকেও বুঝাতে হবে।’

এ সময় মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সূ চির সংবর্ধনা বন্ধ করে দেয়ায় যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান তিনি।

সমাবেশে ড. কামাল বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ও রাশিয়ায় বিশেষ দূত পাঠানো হবে। রাশিয়া যেদিন বলেছিল রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, ঠিক তার পরদিনই দূত পাঠালে ভাল হতো। সাত দিন হয়ে গেল, সাত দিন কেন সাত ঘণ্টাও দেরি করা ঠিক হয়নি। এর স্থায়ী সমাধান করার জন্য আমাদের যা যা করার দরকার তাই করতে হবে। আমরা কারো ডাকের অপেক্ষায় নেই।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে ‘কৌশল’ নির্ধারণ করা হবে উল্লেখ করে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘লাখ লাখ মানুষকে জোর জবরদস্তি করে দেশ থেকে বের করে দিয়েছে। হত্যা করেছে। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে। ২০১৭ সালে এসে এ ঘটনা মেনে নেয়া যায় না।’

এটাকে গুরুতর অপরাধ উল্লেখ করে ড. কামাল বলেন, ‘এটা সরাসরি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটা মহাঅন্যায়। এটা যে মানবতাবিরোধী অপরাধ তাতে সন্দেহের কোনো অবকাশ নেই।’

সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, মিয়ানমারে যখন রোহিঙ্গা গণহত্যা চলছে, তখন কি কেউ সেখানে খাদ্য কিনতে যায়? বুদ্ধি-বিবেচনাহীন এই ব্যক্তি শেখ হাসিনার মন্ত্রী থাকতে পারে না। শেখ হাসিনাকে বলছি আপনি তাকে বাদ দিন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু কন্যা আমেরিকার প্রেসিডেন্টের কাছে যা কিছু বলেছেন, তা যথার্থই বলেছেন। ওই কথা বলার কারণে আমেরিকা এতটা নমনীয় হয়েছে বলে আমার বিশ্বাস। জননেত্রী আপনি দেশে এসে জাতীয় ঐক্যের ডাক দিন। এই সুযোগ আর পাবেন না। আপনি আন্তর্জাতিক নেতার মতো পদক্ষেপ নিন।

এ সময় রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস ও সজিব ওজেদ জয়কে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি এই সরকারকে সরকার বলে মানি না। কিন্তু রোহিঙ্গা প্রশ্নে আমার কোনো প্রশ্ন নাই। যেভাবেই হোক মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছিলাম। পৃথিবীর যেখানেই মানুষ নির্যাতিত হবে, আমরা তাদের পাশে দাঁড়াবো।’

সমাবেশে আরও বক্তব্য দেন- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দীলারা চৌধুরী, ফরওয়ার্ড পার্টির চেয়ারম্যান আ ন ম মোস্তফা আমিন প্রমুখ।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :