রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৮

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রতিবাদে জমইয়াতে হিযবুল্লাহ তুষখালী, ধানীসাফা ও তেলিখালী শাখার যৌথ উদ্যোগে মঠবাড়িয়ার তুষখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তুষখালী বাস স্ট্যান্ড সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইমাম সমিতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তুষখালী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

পরে তুষখালী রিকশাস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমীন, যুব হিযবুল্লাহ জেলা শাখার সভাপতি কাজী ওবাইদুল্লাহ, সাবেক তুষখালী ইউপি চেয়ারম্যান শ. ম. নজরুল ইসলাম, সাবেক ধানীসাফা ইউপি চেয়ারম্যান মিয়া মো. ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. কবির হোসাইন, মাওলানা মনির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মো. আরিফুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলামান বন্ধে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :