আরো ২৯ টন ত্রাণ পাঠাল ইরান

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো ২৯ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইরান।

ইরানের একটি কার্গো বিমান বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণসামগ্রী নিয়ে অবতরণ করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান এসব ত্রাণ সামগ্রী বুঝে নেন।

হাবিবুর রহমান জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য দ্বিতীয় দফায় আরো ২৯ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইরান। ত্রাণগুলোর মধ্যে রয়েছে- তাবু, কম্বল, শতরঞ্জি ও ওষুধপত্র।

এর আগে ১৫ সেপ্টেম্বর একটি কার্গো বিমানে করে ৪১ টন ত্রাণসামগ্রী পাঠায় ইরান। পরদিন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রাণ বিতরণের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

প্রথম দফায় পাঠানো ওই ৪১ টন ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- তাবু, কম্বল, চা, চিনি, তেল, জামাকাপড়, ওষুধসহ ৯ ধরনের পণ্যসামগ্রী।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আইকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :