গাজীপুরে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০১

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালীগঞ্জ বাজারে অধিক চাল মজুদ করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন এ জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন জানান, অধিক চাল মজুদ করার অভিযোগে কালীগঞ্জ বাজারের মেসার্স গৌরাঙ্গ ভান্ডারের মালিক বাদল চন্দ্র দাসকে ৩০ হাজার টাকা ও মেসার্স জামান স্টোরের মালিক মো. জামান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, একজন ব্যবসায়ী সর্বোচ্চ ১৫ টন চাল মজুদ করতে পারবেন। কিন্তু মেসার্স গৌরাঙ্গ ভান্ডারে ৬৫ দশমিক ৭ টন এবং মেসার্স জামান স্টোরে ২৯ দশমিক ২৫ টন চাল মজুদ পাওয়া গেছে। নির্দিষ্ট মজুদের চেয়ে অধিক চাল মজুদ করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)