বকেয়া বেতনের দাবিতে কারখানায় শ্রমিক অসন্তোষ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার আয়মন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেয়া দিয়েছে। এ ঘটনায় পুলিশ-শ্রমিকদের মাঝে সংঘর্ষের ৭ পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, ঈদের আগের মাসের ১৫ দিনের বকেয়া বেতন ১০ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও কর্মকর্তারা পরিশোধ করেননি। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার দেড় সহস্রাধিক শ্রমিক বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মেইন গেইটের সামনে অবস্থান নেয়।

ঘটনাস্থলে শিল্প-পুলিশ উপস্থিত হলে শ্রকিমরা গেইটে তালা দিয়ে আটকিয়ে দেয়। পুলিশ কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ ঘটনায় পুলিশ লাঠিচার্জ করলে পুলিশ ও শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড টিয়ারসেল ও ১২ রাউন্ড ফাঁকা গুলি করে। এতে ৭ পুলিশসদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কারখানার এজিএম নাসির উদ্দিন বালী জানান, বেতন দেয়াকে নিয়ে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বেতন দেয়া শুরু হওয়ায় পরিস্থিতি শান্ত রয়েছে।

শিল্প-পুলিশ গাজীপুর-১ এর সহকারী পুলিশ সুপার মো. মকবুল হোসেন জানান, পুলিশের উপর ইট-পাটকেল মারার পর টিয়ারসেল ও ফাঁকা গুলি দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :