মাসে একদিন মানিক মিয়ায় ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪০ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতি মাসের প্রথম শুক্রবার মানিক মিয়া অ্যানিভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে। মাসের এই একটি দিন শুধুমাত্র গণপরিবহন চলবে, ব্যক্তিগত গাড়ি চলবে না।

শুক্রবার মানিক মিয়া অ্যানিভিনিউতে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

কাদের বলেন, বিশ্ব গাড়িমুক্ত দিবসে মাসে অন্তত একটা রাস্তা গাড়িমুক্ত থাকবে। আজকে এ দিবসে আমরা একটা ঘোষণা দিয়ে যাচ্ছি সেটা হলো মাসের প্রথম শুক্রবার এ রাস্তাটি ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে।

মন্ত্রী বলেন, একটা কিছু করি। শুধু ভাষণ দিয়ে চলে গেলাম আর বেলুন উড়ালাম, এতে কিছুই হলো না। কার্যকর কিছু করতে হবে।

তিনি জানান ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন প্রমুখ।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/টিএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :