বিআরডিবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন কাল

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় এজিএম ও দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।

এজিএমে প্রধান অতিথি থাকবেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

বিআরডিবি অফিসার্স অ্যাসোসিয়েশনে ২১টি পদের বিপরীতে ৫১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে দুইজন, মহাসচিব পদে পাঁচজন, সাংগঠনিক সম্পাদক পদে তিনজনসহ অন্য পদে একাধিক প্রার্থী রয়েছেন।মহাসচিব পদে সর্বাধিক প্রার্থী হওয়ায় কে এই পদে বিজয়ী হবেন, এ নিয়ে অফিসারদের মধ্যে চলছে নানাবিধ গুঞ্জন।

বিভিন্ন অফিসারদের সাথে কথা বলে জানা গেছে, এক্ষেত্রে এগিয়ে আছেন বিআরডিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।

নির্বাচনের ব্যাপারে মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। অফিসার্স অ্যাসোসিয়েশনের লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে বিআরডিবি’র বৃহত্তর স্বার্থ সম্পর্কের একটি সেতুবন্ধন তৈরি করেছেন তিনি।

মহাসচিব নির্বাচিত হলে সম্পর্কের লিংকগুলোকে বিআরডিবি’র উন্নয়নে কাজে লাগাতে পারবেন বলে জানান মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, শনিবারের নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বই বের হয়ে আসবে বলে আশা করছি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)