সাকিব ‘পারফেক্ট অলরাউন্ডার’

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ক্রিকেটের তিন ফরম্যাটেই এই মুহূর্তে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ওয়ানডে ভার্সনে সাকিবকে একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে মানছেন সাবেক ইংলিশ তারকা নাসের হুসেইন।

সম্প্রতি স্কাই স্পোর্টস’কে দেয়া সাক্ষাৎকারে নাসের বলেন, ‘আমি জানতে পেরেছি, টেস্ট থেকে ছয় মাস বিশ্রাম চেয়েছেন সাকিব। কিন্তু বাংলাদেশ তথা উপমহাদেশে সাকিব একজন পারফেক্ট অলরাউন্ডার। অনেক দিন ধরেই ঝলমলে পারফর্ম দিয়ে তেমন সাক্ষর রেখে চলেছেন সাকিব।’

অলরাউন্ডারের দৌড়ে এগিয়ে আছেন বেন স্টোকস এবং হার্দিক পান্ডিয়া উল্লেখ করে নাসের বলেন, ‘সাদা বলের ক্রিকেটে বেনের দারণ সম্ভাবনা। আগামী বছর স্টোকস অলরাউন্ডারের লড়াইয়ে চ্যালেঞ্জিং হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের হার্দিকও ভালো অবস্থানে। দেখুন, ওজিদের বিপক্ষে ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর ধোনির সঙ্গে অসাধারণ ব্যাটিং করেছে পান্ডিয়া।’

উল্লেখ্য, ওডিআই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ বছর বয়সী বেন স্টোকস। টেস্টে তার অবস্থান চতুর্থ। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সেরা দশে নেই তিনি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেইউএম)