বরিশালে যুব ইউনিয়নের ১২তম সম্মেলন

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৫

শিক্ষা কাজের অধিকারসহ যুগোপযোগী জাতীয় যুবনীতি প্রণয়ন এমন ১৫ দফা দাবি নিয়ে বরিশাল জেলা যুব ইউনিয়নের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

উদ্বোধনী বক্তব্যে হাসান হাফিজ বলেন, দেশের বেকার যুব সমাজ এখন হতাশায় নিমজ্জিত। স্বাধীনতার পর থেকে এ যাবত যে সরকার ক্ষমতায় এসেছেন, তারা নীতিহীন রাজনীতি করেছেন। ক্ষমতায় থাকতে নিজেদের স্বার্থ বিবেচনা করেছেন। এরা যুবকদের কর্মসংস্থানের কথা বিবেচনায় আনেনি বলে এখন দেশে বেকার যুবকের সংখ্যা ২ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে। তাই শিক্ষা শেষে কাজের দাবিতে যুব ইউনিয়নের আন্দোলনে শামিল হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান করেন তিনি।

বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক দুলাল মজুমদার সভাপতির বক্তব্যে বলেন, দেশে এখন সংকটকাল চলছে। রাখাইনে অমানবিক জাতিগত নিধনের জন্য বাংলাদেশে আসা রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে মর্যাদা দেয়ার দাবি করেন। পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এদের বার্মায় ফেরত পাঠানোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান করেন।

এখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ।

বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য লীনা চক্রবর্তী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমো মিজানুর রহমান সেলিম, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, খান আসাদুজ্জামান মাসুমসহ অন্যরা।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খোকন।

সম্মেলনের উদ্বোধন পর্ব শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থান অশ্বিনী কুমার হলে এসে মিলিত হয়ে কর্মসূচিতে যোগ দেয়।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :