মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৯

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মিয়ানমারে নিরীহ মুসলিম হত্যা বন্ধের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ রামপুর বাজার দারুস সুন্নাত ফাযিল মাদরাসা শাখা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামপুর ফরিদগঞ্জ সড়কে মাদরাসার শিক্ষক, ছাত্র ও এলাকার তৌহিদি জনতার অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মহিউদ্দিন।

সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান, প্রভাষক মো. শাহ আলম, পীরজাদা শাহ্ মো. কাউছার, ছাত্র হিযবুল্লাহ নেতা খাজা বাকি বিল্লাহ প্রমুখ।

বক্তারা অবিলম্বে মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধের দাবি করে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহবান জানান। রোহিঙ্গাদের আশ্রয় ও সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)