ইসরায়েলি রকেট হামলা প্রতিহত করেছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২১ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৭

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দর লক্ষ্য করে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা দুটি রকেট হামলা প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার বেসরকারি সূত্রগুলো এ খবর দিয়েছে। এছাড়া, ছয় বছরের মধ্যে এই প্রথম ইসরায়েলি জঙ্গিবিমান লক্ষ্য করে গুলিও ছুড়েছে সিরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

আজ শুক্রবার স্থানীয় সময় খুব ভোরে সিরীয় সীমান্তের বাইরে থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরে হামলা চালানো হয়।

লেবাননের আন-নাশরা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের জঙ্গি বিমানগুলো লেবাননের সীমান্ত থেকে এ হামলা চালিয়েছে।

অবশ্য, সিরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরাইয়েলের রকেট হামলা প্রতিহত করতে পেরেছে বলে দেশটির বেসরকারি সূত্রগুলো জানায়।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ছয় বছরের মধ্যে এই প্রথম ইসরায়েলি বিমান লক্ষ্য করে গুলিও ছুড়েছে সিরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :