বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫২

দুঃস্থ, অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সদর উপজেলার গিদারী, ঘাগোয়া ও কামারজানী এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার গিদারী ইউনিয়নের গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কঞ্চিপাড়া ইউনিয়নের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।

ঢাকায় বসবাসরত কয়েকজন মানুষের আর্থিক সহায়তায় গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গিদারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এসব উপকরণ বিতরণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কঞ্চিপাড়া খবিরিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক আফজালুর রহমান, গিদারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা রেজওয়ান আশরাফ এলিচ, সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম, আইটি সম্পাদক রনি মিয়া, সদস্য শাহাদাৎ হোসেন, সাংবাদিক এস এম বিপ্লব ইসলাম ও রওশন আলম পাপুল প্রমুখ।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :