চালের দাম বৃদ্ধিতে দুই মন্ত্রণালয়ের উদাসীনতা দায়ী: নোমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৩

চালের দাম বৃদ্ধির জন্য খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত চালের মজুদ নেই। এখনই এ ব্যাপারে সরকার ব্যবস্থা না নিলে আগামীতে দেশে তীব্র খাদ্য সংকট দেখা দিবে। এমন পরিস্থিতিতে সরকারের কোনো প্রস্তুতি নেই।’

শুক্রবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে জেলা বিএনপি কার্যালয় উদ্বোধনের সময় এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ‘দেশে আজ গণতন্ত্রের লেশমাত্র নেই। সরকার একদলীয় শাসন কায়েম করছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

জেলা বিএনপি'র সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, ওবায়দুল হক নাসির প্রমুখ।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/আরকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :