খালেদার চোখে চক্রান্তের চশমা: ইনু

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনা শান্তি ও জঙ্গিদমনের চশমা দিয়ে দেশ ও রাজনীতিকে দেখছেন আর খালেদা জিয়া চক্রান্তের চশমা দিয়ে দেখছেন। এ পরিস্থিতিতে দেশে জঙ্গি ও জঙ্গি-সঙ্গীদের ষড়যন্ত্র আর সীমান্তে মিয়ানমার শরণার্থী সমস্যা মোকাবেলা করেই শান্তি বজায় রাখতে হবে।’

শুক্রবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি নেতারা পঁচাত্তরের পর থেকে চক্রান্তের মন্ত্রই অনুসরণ করেছে। তারাই রাজনীতির জামায়াতিকরণ করেছিল আর এখনো ফায়দা হাসিলের জন্য রাজনীতির রোহিঙ্গাকরণ করে দেশ ও  রোহিঙ্গা উভয়েরই ক্ষতির অপচেষ্টায় লিপ্ত।’

ইনু বলেন, ‘জঙ্গি ও জঙ্গি-সঙ্গী দমনের কাজ, উন্নয়ন কর্মকাণ্ড, যথাসময়ে নির্বাচন প্রস্তুতি ও রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ সবই এক সাথে চলবে। রোহিঙ্গা ইস্যুতে সাম্প্রদায়িক জিগির তুলে অশান্তি তৈরি উস্কানি ও উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা মোকাবেলা করা হবে।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, গিয়াস উদ্দিন, গোলাম মারুফ মনা, আব্দুল মতিন, অশোক রায়, মোসলেম উদ্দিন, রাশেদুল ইসলাম রানা প্রমুখ।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এমএম/জেবি)