ঠাকুরগাঁওয়ে মোবাইল চুরির অভিযোগে এতিমকে পিটিয়ে জখম

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৮

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অভিযোগে লিয়ন (১১) নামে এক অনাথ ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এতিমখানার সুপারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রের মায়ের অভিযোগ, মোবাইল ফোন চুরির অপবাদে জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার ছাত্র লিয়নকে বুধবার সন্ধ্যায় এতিমখানার সুপার আবুল বাশার লাঠি দিয়ে বেদম মারপিট করে। শুধু তাই নয়, ওই শিশুকে পিটিয়ে এতিমখানা থেকে বের করে দেন তিনি। এ অবস্থায় মাদ্রাসার পেছনে রাত কাটায় শিশুটি।

পরদিন বৃহস্পতিবার মাদ্রাসার কয়েকজন ছাত্র আহত লিয়নকে উদ্ধার করে তার নানার বাড়িতে পৌঁছে দেয়। পরিবারের লোকজন অবস্থা বেগতিক দেখে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে অভিযুক্ত মাদরাসার সুপার গা ঢাকা দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান জানান, তারা ঘটনা জানেন। অভিযুক্ত শিক্ষককে আটকের জন্য অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :