ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৯

“এসো তরুণ খেলার মাঠে, নিয়ো না মাদক হাতে” মাদকবিরোধী এই স্লোগানকে সামনে রেখে ৭০ জন সাইকেলিস্ট একটি সাইকেল র‌্যালি নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপস্থিত হন।

শুক্রবার ভোর ৫টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডি সাইকেলিস্ট ও হেমন্ত রাইডার্স সাইকেলিস্টরা রওয়ানা হয়ে দুপুরে আশুগঞ্জ উপজেলা হলরুমে এসে এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও রাজদিঘী মৎস সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছারের সভাপতিত্বে অভ্যর্থনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সাইদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।

এছাড়াও সাইক্লিস্টরা বিকালে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। সেখান থেকে রাতে আমরাই ব্রাহ্মণবাড়িয়া নামে একটি সংগঠনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

৭০ জন সাইকেলিস্ট শনিবার আবার আশুগঞ্জ থেকে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হবেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :