মনটা পড়ে আছে উখিয়া-টেকনাফে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩১ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৫
ফাইল ছবি

সরকার রোহিঙ্গাদের পাশে আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মনটা পড়ে আছে কক্সবাজারের উখিয়া-টেকনাফে। ভাই হারানো বোন, সন্তান হারানো মা, স্বামী হারা নববধূর ফরিয়াদে কক্সবাজারের বাতাস ভারী হয়ে উঠেছে।’

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোনারগাঁওয়ের সোনাখালীতে র‌্যাংগস গ্রুপের গাড়ি সংযোজন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

জাতিগত বিরোধের জেরে মিয়ানমারের রাখাইনে চলছে রোহিঙ্গা মুসলিম নিধন। গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা ইতোমধ্যে সীমান্ত পেরিয় কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে। তারা সেখানে মানবেতর জীবনযাপন করছে। ওবায়দুল কাদের গত সপ্তাহে কক্সবাজারে তিন দিন থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং তাদের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখেন।

গত মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় রোহিঙ্গাদের দুর্ভোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, অসহায় নর-নারী, শিশু; কতদিন এরা খায়নি। আমরা এসেছি ওদের জন্য কিছু করতে। এই বৃষ্টির মধ্যে কী কষ্ট। কাল সারারাত বৃষ্টি। আজকে তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। এদের সহযোগিতা করতে হবে। আজকে আমাদের স্লোগান একটা-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এর বাইরে কোনো স্লোগান নেই। আমরা মনের থেকে, আবেগের থেকে, চেতনা থেকে, অনুভূতি থেকে আমরা তাদের সাহায্য করছি।’

সোনারগাঁওয়ে ওবায়দুল কাদের পদ্মা সেতু সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা সম্ভব হচ্ছে। এ সেতুর কাজ কিছু দিনের মধ্যে দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য আমরা ৩০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছি। এ টাকা সবই বাংলাদেশের।’

কাদের বলেন, ‘দেশে ডবল ডেকার বাস রয়েছে। এবার আমরা ডবল ডেকার সেতুও পাব। কারণ এ সেতুতে বাস ও ট্রেন দু’টিই চলবে।’

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, দেশের সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস। মনে হয় দেখার কেউ নেই।

র‌্যাংগস মটরসের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটিডের চিফ অফ ইন্টারন্যাশনাল অপারেশনস অরবিন্দ ম্যাথিউ, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধূরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ র‌্যাংগস গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসও/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :