সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৩ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৩
ফাইল ছবি

চাঁদপুরের হাইমচরে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে গড়া মানবসেতুতে জুতা পরে হেঁটেছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর হোসেন পাটওয়ারী। এ ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত রায়। তিনি জানান, হাইমচরে শিক্ষার্থীদের দিয়ে গড়া মানবসেতুতে হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় হাইমচর উপজেলা চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী প্রথমে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। পরে সুপ্রিম কোর্ট ওই জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।

এ আদেশের পর যথাসময়ে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

হাইমচর উপজেলা চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারীর সাথে যোগাযোগ করলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :