কিশোরগঞ্জের ১০৩ পূজামণ্ডপে পাঁচ লাখ টাকার অনুদান

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৪

দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার ১০৩টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট পাঁচ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে জেলা শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই অনুদানের চেক বিতরণের আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি রিপন রায় লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

কিশোরগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পল্লব করের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, জিপি বিজয় শংকর রায়, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :