ডিসকাউন্টে মিলছে জিওনির ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৩ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২১

বাজার ধরতে প্রতিযোগিতায় নেমেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। এজন্য প্রতিষ্ঠানটি হৃাসকৃত মূল্যে একটি ফোন ভারতের বাজারে বিক্রি করছে। ফোনটির মডেল জিওনি এওয়ান।

ফোনটির প্রকৃত দাম ছিল ১৯ হাজার ৯৯৯ রুপি। ডিসকাউন্টের পর এখন ফোনের দাম হয়েছে ১৬ হাজার ৯৯৯ রুপিতে।

২০১৭ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জিওনি তাদের এওয়ান ফোনটি অবমুক্ত করে। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, এই ফোনটির বিশেষ ফিচার হিসেবে আছে শক্তিশালী ব্যাটারি আর দুর্দান্ত সেলফি ফটো কোয়ালিটি।

আসুন ফোনের ফিচার্স গুলো আরেকবার মনে করে নেওয়া যাক। জিওনি এওয়ান ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ফিক্সড ফোকাস ক্যামেরা। যার অ্যাপারচার এফ/২.০। সেন্সরের আকার ১/৩.০৬ ইঞ্চির। এতে ৫ পি লেন্স ব্যবহার করা হয়েছে। ফোনটির রিয়ারে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। উভয় ক্যামেরায় ফ্লাশ রয়েছে।

এই ফোন অ্যামিগো ৪.০ ভিত্তিক অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪০১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

এতে রয়েছে ডুয়াল সিম। ন্যানো আর মাইক্রো সিম থাকতে পারে। কানেক্টিভিটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি ওটিজি, থ্রিজি ও ফোরজি।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :