ফিফা বর্ষসেরার শেষ ধাপে মেসি, রোনালদো, নেইমার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৬

ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ের শেষ ধাপে কোনও চমক নেই। প্রত্যাশামতোই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নিওনেল মেসি এবং নেইমার। তবে অনেকের ধারণা, নেইমারের পরিবর্তে শেষ তিনে থাকা উচিত ছিল ইতালি তথা জুভেন্তাসের গোলরক্ষক গিয়ানলুইগি বুফোঁর। আগামী ২৩ অক্টোবর লন্ডনের প্যালেডোনিয়ামে সেরা ফুটবলারের হাতে পুরস্কার তুলে দেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

তালিকাভুক্ত জাতীয় দলের অধিনায়ক এবং কোচ এবং সাংবাদিকদের ভোটের বিচারে বেছে নেওয়া হবে সেরা ফুটবলারকে। উল্লেখ্য, এই মাসের গোড়ায় ডিয়েগো ম্যারাডোনা, এনজো ফ্রান্সিসকলি, ওকোচা, ভালদেরামাদের নিয়ে গঠিত প্যানেল এবার বেছে নিয়েছিলেন ২৪ জনকে।

সেরা কোচের দৌড়ে রয়েছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, আন্তোনিও কন্তে এবং জিনেদিন জিদান। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার এই পুরস্কার পেতে চলেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিদানই। মহিলা ফুটবলারদের শেষ তিনে ঠাঁই পেয়েছেন ডেনা কাস্টেলানোস, কার্লি লয়েড এবং লিক মার্টেন্স।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :