সাশ্রয়ী দামের ফোন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৪

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স সাশ্রয়ী দামের নতুন ফোন বাজারে ছাড়লো। ফোনটির মডেল ইনটেক্স অ্যাকুয়া লায়ন্স টু। ভারতের বাজারে এই ফোনটি বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৯৯ রুপিতে। 

হালনাগাদের এই ফোনটিতে অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। 

ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। এতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর স্প্রেডট্রাম এসসি৯৮৩২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডুয়েল সিমের এই ফোনটিতে মালি ৪০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে। 

গতির জন্য ফোনটিতে ১ জিবি র‌্যাম আছে। স্টোরেজের জন্য রয়েছে ৮ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। 

ছবির জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ রয়েছে। 

ব্যাকআপের জন্য ইনটেক্স লায়ন টু ফোনটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড)