টিপস

কীভাবে ডিলিট করবেন গুগলের ভয়েস সার্চ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:২২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

বিজ্ঞাপনের সুবিধার জন্য গুগল সবসময় আপনার সার্চ করার রেকর্ড রেখে দেয়। কিন্তু আপনি কি জানেন, আপনার ভয়েস সার্চও গুগল গুছিয়ে রাখে। বছর খানেক আগে গুগল একটি নতুন পোর্টাল চালু করেছিল। তাতে ছিল সব গুগল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়।

সেখানে আপনি প্রিভেসি সেটিংসও যেমন ম্যানেজ করতে পারেন, তেমনি আপনি ঠিক কী কী সার্চ করেছেন সেটিও দেখতে পারেন। গুগল কোথায় কোন লোকেশনে আপনাকে ঢুঁ মেরেছে, দেখতে পারেন সেটিও। 

ডেক্সটপ বা স্মার্টফোনে গিয়ে আপনি শুধু এই লিঙ্কে ক্লিক করুন (https://history.google.com/history/audio) 

এখানেই পাবেন ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি পেজ। তবে জিমেল অ্যাকাউন্টে সাইন করতে হবে। My Activity page-এ গিয়ে Voice and Audio Activity page ওপেন করতে পারেন। ওপরে বাঁদিকে লম্বালম্বি যে চিহ্ন, তাতে ক্লিক করে ভয়েস আর অডিও অ্যাক্টিভিটি সিলেক্ট করুন। আপনি গোটা সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারেন। 

ধাপ ১: ক্লিক করুন ওপরে ডান দিকে তিনটি ডট ওয়ালা মেনুতে 

ধাপ ২: সিলেক্ট Delete অপশন

ধাপ ৩: ক্লিক করুন Advanced

ধাপ ৪: সিলেক্ট All Time 

ধাপ ৫: ক্লিক করুন Delete

ভবিষ্যতে যাতে আর ভয়েস সার্চ সেভ না হয় তার জন্য এই লিঙ্কে ক্লিক করে Audio Controls page এ যান (https://www.google.com/settings/accounthistory/audio) 

এরপর পজিশনে সুইচ করুন আরও কিছু পরিবর্তনের জন্য Show More Controls অপশনেও যেতে পারেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড)