পুলিশ ডেকে স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৭

রাজশাহীর তানোর উপজেলায় শওকত আলী মন্ডল নামে ৫৩ বছর বয়সী মাদকাসক্ত স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়েছে স্ত্রী সানুয়ারা বেগম।

শওকত আলী মন্ডল ও সানুয়ারা বেগম দম্পতি উপজেলার মুন্ডুমালা এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকালে গৃহবধূ সানুয়ারা বেগম পুলিশ ডেকে শওকতকে ধরিয়ে দেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। শনিবার সকালে দণ্ডিতকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শওকত দীর্ঘদিন ধরে মাদক সেবন করছিল। এ নিয়ে তার পরিবারে অশান্তি বিরাজ করছিল। দিন দিন তার মাতলামির মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ ছিল পরিবার। মাদকের টাকার জন্য শুক্রবার দুপুরে স্ত্রী সানুয়ারা বেগমকে মারধর করে শওকত। বাধ্য হয়ে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সহায়তায় পুলিশকে খবর দেন ওই গৃহবধূ। পুলিশ গিয়ে শওকতকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে স্ত্রীর সাক্ষ্যর ভিত্তিতেই তাকে কারাদণ্ড দেন ইউএনও।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :