কিম-ট্রাম্পের বাগযুদ্ধকে ‘কিন্ডারগার্টেন ফাইট’ বললো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৩ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাগযুদ্ধকে ‘কিন্ডারগার্ডেন ফাইট’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।

কখনও ট্রাম্প কিমকে ‘রকেট ম্যান’ বলে কটাক্ষ করছেন। হুঁশিয়ারি দিচ্ছেন দেখে নেওয়ার। আবার কিমও পাল্টা আক্রমণ থামাচ্ছেন না। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পরমাণু বোমা পরীক্ষ, এসব করে যুক্তরাষ্ট্রকে চমকানোর চেষ্টা করছে। এমনকী ট্রাম্পকে ‘মানসিক ভাবে অসুস্থ’ ব্যক্তি বলে পাল্টা কটাক্ষ করে কী ভাবে তাকে বশে আনবেন সেই বার্তাও দিয়েছেন সম্প্রতি।

লাভরভ কিম ও ট্রাম্পকে ‘হট হেডস’ বলেও আখ্যা দেন। তিনি বলেন, এই মুহূর্তে যা পরিস্থিতি, আমাদের উচিত দুই হট হেডসকে এখনই থামানো। একটু বিরতি নেওয়া প্রয়োজন।

জাতিসংঘের সাধারণ সভায় উত্তর কোরিয়াকে নিয়ে আন্তর্জাতিক মহলে যে সঙ্কট তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন লাভরভ। তিনি আরও জানান, আবেগকে এড়িয়ে যুক্তি দিয়েই সব দেশের সঙ্গে কাজ করতে চাইছে রাশিয়া, কিন্ডারগার্টেন ফাইট করে নয়।

সম্প্রতি যে আন্তর্জাতিক সঙ্কট তৈরি হয়েছে, সেখানে তৃতীয় বিশ্বের কোনও রাষ্ট্রের মধ্যস্থতাকে মস্কো স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানান লাভরভ। ইউরোপ থেকেও ‘নিরপেক্ষ’ কোনও রাষ্ট্র এ কাজে এগিয়ে এলেও রাশিয়ার কোনও সমস্যা নেই। উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চালানোর জন্য যৌথ প্রস্তাব দিয়েছে রাশিয়া ও চীন। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সেই প্রস্তাবকে খারিজ করে দিয়ে জানিয়েছে, এটা ‘অপমানজনক’।

সঙ্কটময় মুহূর্তে শান্তি ফিরিয়ে আনতে যে সব দেশ আলোচনার পথে হাঁটতে চাইছে না, তারা কার্যত নিরাপত্তা পরিষদের নিয়মকেই অগ্রাহ্য করছেন। নাম না করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে এ কথা বলেন লাভরভ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত করলেন এলন মাস্ক

ট্রাম্পের বিচার চলাকালীন আদালতের বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

ইরান-ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে: এরদোয়ান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

এই বিভাগের সব খবর

শিরোনাম :