দিনাজপুরে বজ্রপাতে পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৫
ফাইল ছবি

দিনাজপুরে বজ্রপাতে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

এদের মধ্যে শনিবার দুপুর দেড়টার দিকে বিরল উপজেলার পূর্ব রাজরামপুর এলাকায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সরকার জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে কয়েকজন একটি স্যালো মেশিন ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও সাতজন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

অন্যদিকে ভোরে চিরিরবন্দর উপজেলার চশরামপুর গ্রামে বজ্রপাতে হালিমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল জানায়, ভোরে বৃষ্টির সময় বাড়ির আঙিনায় রান্নার চুলা ঢাকার জন্য ঘর থেকে বের হন হালিমা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :