ঘোড়াশালে তাপ বিদ্যুৎকেন্দ্রে টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৬

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ নং ইউনিটের একটি চায়না প্রজেক্টের কর্মচারীদের ৫৩ লাখ টাকা লুটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পুলিশ ১২ লাখ সাতষট্টি হাজার টাকাসহ আল-আমিন নামে ওই প্রজেক্টের এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।

আটক আল-আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাটি গ্রামের হান্নান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের ৭ নং ইউনিটের একটি চায়না প্রজেক্টের লকার ভেঙে ৫৩ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ওই প্রজেক্টের ম্যানেজার মি. মার্টিন টাকা লুটের ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রজেক্টের নিরাপত্তা প্রহরী আল-আমিনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে নিরাপত্তা প্রহরী আল-আমিনের গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নগদ ১২ লাখ সাতষট্টি হাজার টাকা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আল-আমিনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সাথে ওই প্রজেক্টের আলম নামে এক ড্রাইভারের নাম জানা গেছে। বাকি টাকাগুলো তার কাছে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে ড্রাইভার আলম পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :