তামিমের পর ইনজুরিতে সৌম্য

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৫ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৪

সাউথ আফ্রিকা সিরিজে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ যেন বেরসিক ইনজুরি। মূল লড়াইয়ে নামার আগে দুই-দুইটা দুঃসংবাদ। তামিম ইকবালের পর এবার ইনজুরি ছোবল বসাল সৌম্য সরকারের ওপর।

বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতে চোট পান সৌম্য। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে পারেননি তিনি। সৌম্যর পরিবর্তে ইনিংস ওপেন করেন লিটন দাস। আর তামিমের পরিবর্তে ইমরুল কায়েস।

সৌম্যর ইনজুরির খবর নিশ্চিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘ফিল্ডিং করার সময় হাতে খানিকটা ব্যথা পেয়েছেন সৌম্য। আজ রাতে স্ক্যান করার পর আসল সমস্যা ধরা পড়বে।’

প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসের পঞ্চম ওভারে পেশিতে টান লেগে মাঠ ছাড়েন তামিম ইকবাল। তামিম কি পারবেন প্রথম টেস্ট খেলতে? এমন শঙ্কার মাঝে আশার কথা শোনালেন নান্নু। ‘তামিম আগে চেয়ে ভালো আছে। আশা করছি, ও প্রথম টেস্টেই খেলতে পারবে।’

তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু বাংলাদেশ-সাউথ আফ্রিকা লড়াই। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। প্রায় নয় বছর পর সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। প্রথম টেস্টের পর অক্টোবর (৬ থেকে ১০) দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

এরপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :