‘রোহিঙ্গাদের সর্বনাশ, বিএনপি-জামায়াতের পৌষ মাস’

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সর্বনাশে ‘বিএনপি-জামায়াতের পৌষ মাস’ বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘আত্মগোপনে থাকা জামায়াত-শিবির নেতারা সক্রিয় হয়ে উঠেছে। বিএনপির প্রাণে জোয়ার জেগেছে। রোহিঙ্গাদের নিয়ে তারা নোংরা রাজনীতি শুরু করেছে।’

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ ৫৫,৫৬, ৫৭ ওয়ার্ড (কামরাঙ্গীর চর থানার ) এর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শনিবার কামরাঙ্গীর চর হাসপাতাল মাঠে (বালুর মাঠ) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বিএনপি পেট্রলবোমা মেরে গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে, বায়তুল মোকাররমে কোরআন শরিফ পুড়িয়ে, পুলিশের মাথা থেতলে দিয়ে অসাধ্য সাধন করতে না পারার ব্যর্থতা থেকে হতাশায় নিমজ্জিত হয়ে ডুবে যাওয়ার উপক্রম। তখন তাকে তীরে ওঠে শ্বাস-প্রশ্বাস নেয়ার পথ করে দিয়েছে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যু।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিশ্বে কারো শান্তির দর্শন নেই। একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জাতিসংঘের ১৯৪ রাষ্ট্রকর্তৃক স্বীকৃত বিশ্ব শান্তির দর্শন ‘জণগণের ক্ষমতায়ন’। বারাক ওবামা শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু কোনো দর্শন নেই যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়েট নয়, দরকার নোবেল ওয়ার্কার। তাই সারা বিশ্ব বিবেক বলছে জাতির জন্য নোবেল লরিয়েট প্রয়োজন নেই, দরকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মতো নোবেল ওয়ার্কার।  ইতিমধ্যে যাকে ব্রিটিশ মিডিয়া মাদার হিউম্যানিটি খেতাবে ভূষিত করেছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘মানবিক কারণে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, মিয়ারমান সরকারকে অবশ্যই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। রোহিঙ্গাদের ফেরত দিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জনমত তৈরি করছেন।’

এর আগে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জান্নাতুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগ দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/টিএ/জেবি)