অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচানোর লড়াই রবিবার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৫ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৭

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। রবিবার ইন্দোরের হকার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। সুতরাং, অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচাতে হলে রবিবার জয়ের কোনও বিকল্প নেই।

প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে অস্ট্রেলিয়া। বিশেষ করে ভারতীয় স্পিনারদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছেন তারা। তাই স্পিন মোকাবেলায় সতর্ক থাকতে চায় অজিরা। অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘ইনিংসের মাঝের ওভারগুলোতে স্পিনারদের বিপক্ষে সতর্ক থাকতে হবে। স্ট্রাইক পরিবর্তন করে খেলতে হবে। ক্ষতির পরিমাণ কমাতে হবে। যেটি আপনি প্রতিটি ওয়ানডে ম্যাচে করার চেষ্টা করেন। কে বল করছে সেটা কোনও বিষয় না’।

গত ম্যাচে ২৫২ রান করেও বোলারদের দৃঢ়তায় জিতে গিয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব। এ বিষয়ে ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে বলেন, ‘২৪০ এর মতো রান করেও যখন আপনি ম্যাচ জিতে যান তখন আপনি নিজের দলকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করেন’।

ভারত একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), মনিশ পান্ডে/লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জ্যাসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, নাথান কুল্টার-নাইল, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা/অ্যাশটন আগার।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :