বাংলাদেশের লিড ২২৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৪ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২

মূল মঞ্চে উঠার আগে তিন দিনের প্রস্তুতিতে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে ২২৮ রানের লিড দিয়েছে বাংলাদেশ। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে আজ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩৫ রান তুলেই ইনিংস ঘোষণা করেছে টিম টাইগার্স।

শেষ দিনের ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ইমরুল। প্রথম ইনিংসে ৬৮ রান করা মুমিনুল আজ ফিরেছেন ৩৩ করে। দলনেতা মুশফিকও ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন মুশি।

তবে ৫৪ বলে ৭ চার ১ ছয়ে ৫১ রান করে ফিরেন তামিমের বদলে ওপেন করা ইমরুল। ১১ মাস পর ইমরুলের এই ফিফটি। প্রথম ইনিংসেও খুব একটা খারাপ করেননি তিনি। খেলেন ৩৪ রানের ইনিংস। মুমিনুল-ইমরুল জুটি ভাঙার পর এক সাব্বির ছাড়া অন্যরা কেউ লড়তে পারেননি। ৬৭ করে আউট হয়েছেন সাব্বির।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০৬ রান করেছিল মুশফিকরা। জবাবে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশ স্কোরবোর্ডে জমা করে ৮ উইকেটে ৩১৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান উপহার দেন মুশফিকুর রহিম।

বল হাতে ২টি উইকেট শিকার করেন শফিউল ইসলাম, একটি করে উইকেট দখল করেন মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :