ভৈরবের মেঘনায় নৌকাবাইচ অনুষ্ঠিত

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৬

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার স্থানীয় গাং সমিতি ৭ম বারের মত এ নৌকাবাইচের আয়োজন করে। এতে বিভিন্ন স্থান থেকে ২২টি নৌকা অংশগ্রহণ করে।

নৌকাবাইচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.গিয়াস উদ্দিন প্রমুখ।

গাং সমিতির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু জানান ,নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ২২টি নৌকা অংশগ্রহণ করে। প্রথমে তিনটি দলে বিভক্ত করে প্রাথমিক বাইচ অনুষ্ঠিত হয়। পরে প্রতি দলের চ্যাম্পিয়ান ও রানার্স আপদেরকে নিয়ে চূড়ান্ত বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব্রা‏হ্মণবাড়িয়ার শফিউল্লার নৌকা চ্যাম্পিয়ান হয়। এছাড়া প্রতিযোগিদের মধ্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ তিনটি দলের চ্যাম্পিয়ানদের পুরস্কার দেয়া হয়।

মেঘনা পাড়ে হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করে। (ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :