চালের গোডাউনে হানা, তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে অবৈধ চালের মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার বিকালে জেলার বিভিন্ন চালের গোডাউনে এই অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

আনসার বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান জানান, চাল ব্যাবসায়ীরা অতিরিক্ত চাল মজুদ করার দায়ে দোষী সাব্যস্ত করে ওই চাল ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত চাল ব্যবসায়ীরা হলেন- মুকুল সাহা ৪০ হাজার, শংকর সাহা ৩০ হাজার এবং মেসার্স মোসলেম ট্রেডাসকে ৩০ হাজার টাকা।

এসময় আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দন্ডপ্রাপ্তদের মজুত চাল দ্রুত বাজারে ছেড়ে দিতে নির্দেশ প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)