ব্যাটিং অনুশীলন করে রাখল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৮ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৯

শেষ হলো তিন দিনের প্রস্তুতি। সাউথ আফ্রিকার বিপক্ষে মূল মঞ্চে দাঁড়ানোর আগে ব্যাটিং অনুশীলন করে রাখল বাংলাদেশ। প্রস্তুতিতে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে ২২৮ রানের লিড দেয় টাইগাররা। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে আজ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩৫ রান তুলেই ইনিংস ঘোষণা করে টিম টাইগার্স। পরে দুই দলের অধিনায়কই ম্যচটি ড্র মেনে নেন।

শেষ দিনের ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ইমরুল। প্রথম ইনিংসে ৬৮ রান করা মুমিনুল আজ ফিরেছেন ৩৩ করে। দলনেতা মুশফিকও ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন মুশি।

তবে ৫৪ বলে ৭ চার ১ ছয়ে ৫১ রান করে ফিরেন তামিমের বদলে ওপেন করা ইমরুল। ১১ মাস পর ইমরুলের এই ফিফটি। প্রথম ইনিংসেও খুব একটা খারাপ করেননি তিনি। খেলেন ৩৪ রানের ইনিংস। মুমিনুল-ইমরুল জুটি ভাঙার পর এক সাব্বির ছাড়া অন্যরা কেউ লড়তে পারেননি। ৬৭ করে আউট হয়েছেন সাব্বির।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০৬ রান করেছিল মুশফিকরা। জবাবে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশ স্কোরবোর্ডে জমা করে ৮ উইকেটে ৩১৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান উপহার দেন মুশফিকুর রহিম।

বল হাতে ২টি উইকেট শিকার করেন শফিউল ইসলাম, একটি করে উইকেট দখল করেন মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

এবার আসল লড়াইয়ের অপেক্ষা। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। প্রায় নয় বছর পর সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। প্রথম টেস্টের পর অক্টোবর (৬ থেকে ১০) দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

এরপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ড্র

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৬/৭ডি (৭৪.১ ওভার)

(তামিম ইকবাল ৫, সৌম্য সরকার ৪৩, ইমরুল কায়েস ৩৪, মুমিনুল হক ৬৮, মুশফিকুর রহিম ৬৩, মাহমুদউল্লাহ রিয়াদ ০, সাব্বির রহমান ৫৮*, লিটন দাস ০, মেহেদী হাসান মিরাজ ১৮, তাসকিন আহমেদ ৮*; মিগায়েল প্রিটোরিয়াস ১/৪৫, টিলাদি বোকাকো ১/৪৮, ওকুহলে কেলে ০/৬২, মাইকেল কোহেন ৪/২৭, শন ভন বার্গ ১/৯৬, লিউস ডু প্লয় ০/২২)।

ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেন প্রথম ইনিংস: ৩১৩/৮ডি (৯১ ওভার)

(ইয়াসিন ভাল্লি ১০, আইজ্যাক ডিকগালে ১২, জুবাইর হামজা ৬০, লিউস ডু প্লয় ৪, হেনরিক ক্লাসেন ১৬, ম্যাথু ব্রিৎজকে ৪৪, ম্যাথু ক্রিস্টেনসেন ৫৩, শন ভন বার্গ ৬২*, মিগায়েল প্রিটোরিয়াস ৪২, টিলাদি বোকাকো ৫*; মোস্তাফিজুর রহমান ১/২৮, শুভাশিস রয় ১/২৭, মেহেদী হাসান মিরাজ ১/৫৬, শফিউল ইসলাম ২/৬১, তাসকিন আহমেদ ১/৭০, তাইজুল ইসলাম ১/৪৭, সৌম্য সরকার ০/১৪, সাব্বির রহমান ০/৫)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩৫/৯ডি (৬৩ ওভার)

(লিটন দাস ২, ইমরুল কায়েস ৫১, মুমিনুল হক ৩৩, মুশফিকুর রহিম ৩, মাহমুদউল্লাহ রিয়াদ ১৫, সাব্বির রহমান ৬৭, মেহেদী হাসান মিরাজ ১৪, তাইজুল ইসলাম ১৪, শফিউল ইসলাম ০, তাসকিন আহমেদ ১৫*, শুভাশিস রায় ৩*; মিগায়েল প্রিটোরিয়াস ১/৩৫, টিলাদি বোকাকো ১/১৯, মাইকেল কোহেন ১/৩৮, শন ভন বার্গ ৪/৭৭, লিউস ডু প্লয় ২/৫১)।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :