‘রবীন্দ্রনাথ আমাদের জীবনে মহারাজের মতো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনে মহারাজের মতো। আমাদের জীবনের গভীরে তথা অস্তিত্বে রবীন্দ্রনাথের গানের প্রভাব ব্যাপকভাবে বিরাজমান। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংকটে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল মহারাজের মতো। আমরা সারাদেশের মানুষের হৃদয়ের গভীরে রবীন্দ্রনাথের গান পৌঁছে দিতে চাই। গানের শ্রোতার সংখ্যাও বেশি হওয়া জরুরি যাতে তারা হৃদয় দিয়ে এটিকে উপলব্ধি করতে পারে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের ছাদঘরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে অডিও অ্যালবাম ‘মহারাজ’ এর অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক আহমদ রফিক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদ ও সাজেদ আকবর এবং ঈগলুর জনসংযোগ বিভাগের ম্যানেজার রিয়াজ আহমেদ।

‘মহারাজ’ অ্যালবামটি প্রকাশনায় ছিল ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :