যশোরে শ্রমিকলীগের নেতৃত্বে আজিজ-নাসির

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৩

যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলেও তাকে হত্যা করার কারণে আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। তবে তার কন্যা প্রধানমন্ত্রী জনগণের অর্থনৈতিক মুক্তি দিতে নেতৃত্ব দিচ্ছেন। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার দুপুরে শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সভাপতি কাজী আব্দুস সবুর হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।

সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন থেকে আবদুল আজিজ সভাপতি ও নাসির উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু ও সহসভাপতি এসএম কামরুজ্জামান চুন্নু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এছাড়া বিশেষ বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তোয়ায়েল আহমেদ ও কার্যকরী সদস্য বিএম জাফর।

জাতীয় শ্রমিক লীগ সূত্র মতে, যশোর জেলা শাখার সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ৯ জানুয়ারি। এই সম্মেলনে কাজী আব্দুস সবুর হেলালকে সভাপতি ও আব্দুল হাইকে সাধারণ সম্পাদক হন। এরপর চলতি বছর ২১ মে ও ১৫ জুলাই আরো দুই দফা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সম্মেলন হয়নি। সর্বশেষ এক যুগ পর ২৩ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হল।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ব তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :