ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের সঙ্গে ডক্টরোলার চুক্তি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫০

ঢাকাটাইমস ডেস্ক

সম্প্রতি গাজীপুরে অবস্থিত বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ’ ও ‘ডক্টরোলা লিমিটেড’ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি চুক্তি সই হয়েছে। এতে সই করেন ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল’ এর সিইও জাইতুন বিনতে সুলাইমান এবং ডক্টরোলা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আব্দুল মতিন ইমন।

এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত সেবায় সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা পালন করবে।

মালয়েশিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেপিজে'র সহযোগিতায় এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক সরঞ্জাম বিশিষ্ট দেশের অন্যতম এই হাসপাতালের সব খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ডক্টরোলার মাধ্যমে সম্পন্ন করা যাবে (১৬৪৮৪ এ কল করে বা Doctorola.com এ ভিজিট করে)।

চুক্তি সইয়ের সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডক্টরোলা ডটকম (Doctorola.com) দেশের প্রথম অনলাইন ও কল সেন্টারভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)