‘রোহিঙ্গাদের জঙ্গিবাদে জড়ানো বিষয়ে গোয়েন্দারা তৎপর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ভুল বুঝিয়ে কেউ যেন জঙ্গিবাদে জড়াতে না পারে সে বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের এই কর্মকর্তা।

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গিদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মনিরুল বলেন, ‘সন্ত্রাসবাদ কোনো ধর্মীয় মতবাদ নয়, এটি হলো রাজনৈতিক মতবাদ। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সন্ত্রাসীরা ধর্মকে ব্যবহার করে। কোনো ধর্মে জঙ্গিবাদের স্থান নেই। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বিভিন্ন রাজনৈতিক শক্তির মদদে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠলেও সরকারের জিরো টলারেন্সের মাধ্যমে তা পুরোপুরি নির্মূল না করা গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, সাবিত্রী ভট্টাচার্য্য, মিলন কান্তি দত্ত, জে. এল. ভৌমিক, মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :