কালীগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এঘটনায় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কাকিনা বাজারের চাপারতল এলাকা থেকে এসব জব্দ করা হয়।

আটকদের মধ্যে আমিনপুর থানার নুর শেখের ছেলে ট্রাকচালক সাইদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মুকুল শেখের ছেলে সহকারী চালক সজিবের (২১) কাছ থেকে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের ট্রাক ও গাঁজা জব্দ করা হয়।

এদিকে উপজেলার ভোটমারী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ওই এলাকার আব্দুল জলিলের স্ত্রী মরিয়ম বেগমকে আটক করে পুলিশ।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের চাপারতল এলাকায় হাতীবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৪- ৬৩৫২) থেকে ১০০ কেজি গাঁজাসহ ট্রাকের চালক সাইদুল ও সহকারী চালক সজিবকে আটক করে থানা পুলিশ।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঢাকাটাইমসকে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :