সুফলের আশা সাব্বিরের

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

‘এখনকার আবহাওয়া ঠিক আছে। বাংলাদেশের মতোই। একটু ঠাণ্ডা আছে। মানিয়ে নেওয়ার জন্য আমরা যথেষ্ট অনুশীলন করেছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি, প্রথম টেস্টে ভালো করব, ভালো ফল হবে।’ তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনের খেলা শেষে এমন আশাবাদ ব্যক্ত করেছেন সাব্বির রহমান।

‘এখানে এটাই আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। এখানে তিন দিন অনুশীলন করেছি। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি। উইকেট সম্পর্কে যে ধারণা ছিল তারচেয়েও ভালো উইকেটে খেলেছি আমরা। অনেক ভালো উইকেট ছিল, আমরা ভালো খেলেছি। তবে কয়েকটি সফট ডিসমিসাল ছিল। এটা প্রথম টেস্টে হয়তো হবে না। আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল।’ মন্তব্য সাব্বিরের।

এবার আসল লড়াইয়ের অপেক্ষা। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। প্রায় নয় বছর পর সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। প্রথম টেস্টের পর অক্টোবর (৬ থেকে ১০) দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

এরপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/জেইউএম)