ঘণ্টায় নেইমারের আয় ৪ লাখ?

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জার্মান সাময়িকী ‘দার স্পেইগেল’ এর বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার এক মাসেই ৩ মিলিয়ন ইউরোর অধিক আয় করেছেন নেইমার।

যেখানে প্রতি ঘণ্টায় নেইমার পকেটে পুরছেন ৪ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ৯০ হাজারেরও বেশি।

গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবটিকে। এখন পর্যন্ত লিগ ওয়ানে ৭ ম্যাচে ৫ গোল করেছেন নেইমার।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সার জার্সিতে নেইমার গোল করেন একশ’র বেশি। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ হয় নেইমারের।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/জেইউএম)