রোহিঙ্গাদের পাঠিয়ে মিয়ানমার যুদ্ধ ঘোষণা করেছে: অর্থমন্ত্রী

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৪

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রবিবার গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

গত মাসে মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জেরে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। অভিযানের নামে তারা অনেক রোহিঙ্গাকে হত্যা করে। পুড়িয়ে দেয়া হয় রোহিঙ্গাদের ঘর।

নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গাদের। ইতোমধ্যে চার লাখের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে।’ রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার এদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়মী লীগ সভাপতি আজমত উল্লা খান, অ্যাননটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল ইউনুছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকাটাইমস/২৪সেপ্টম্বর/প্রতিনিধি/এমআর