মাদক বিক্রি পরিত্যাগকারীদের সঙ্গে পুলিশের সভা

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫২ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪২

রাজশাহীর মাদক বিক্রি পরিত্যাগকারীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও মাদক বিক্রি পরিত্যাগকারীদের সংগঠন ‘নতুন জীবন’ যৌথভাবে এর আয়োজন করে।

মাদক বিক্রি পরিত্যাগকারীদের পুনর্বাসন সংক্রান্ত এ সভায় প্রধান অতিথি ছিলেন, আরএমপির উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৈাধুরী। সভাপতিত্ব করেন উপ-কমিশনার (পশ্চিম) আমির জাফর।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শিরিন আক্তার জাহান ও আব্দুর রশিদ (পশ্চিম), বোয়ালিয়া থানার সহকারী কমিশনার সোহোরায়ার্দী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ও নতুন জীবনের উপদেষ্টা পরিষদের সদস্য রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।

সভায় মাদক বিক্রি পরিত্যাগকারীরা পুলিশের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে সেসব দাবি পূরণের ব্যাপারে তাদের আশ্বাস দেয়া হয়। পাশাপাশি কেউ যেন পুনরায় মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে জন্য তাদের কঠোর নির্দেশনা দেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :