প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসার: রিজভী

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৬ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৫

জাতীয় সংকটে অন্য দেশের মতো সরকার ঐক্যবদ্ধ হচ্ছে না দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার বক্তব্য দিয়েছেন।

রবিবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে রিজভী এই কথা বলেন।

রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন, যেকোনো উন্নত দেশে যখন একটি জাতীয় সংকট তৈরি হয়, তখন দল-মত নির্বিশেষে তারা একযোগে কাজ করেন। কিন্তু আপনারা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য হচ্ছে তার পুরোনো গৎবাঁধা, প্রতিহিংসার এবং সমাজে প্রতিনিয়ত দেয়াল তোলার বক্তব্য। এখানে বিএনপির পক্ষ থেকে ঐক্যকে তিনি তাচ্ছিল্য করেছেন, উপহাস করেছেন। কারণ, যারা একদলীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করতে চায়, যারা গণতন্ত্র, ভোটাধিকার, নির্বাচনকে প্রত্যাখ্যান করে তাদের কাছ থেকে এ ধরনের কথাই তো স্বাভাবিক।’

বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব বলেন, ‘এখন দেখছেন আন্তর্জাতিক সেন্টিমেন্ট রোহিঙ্গাদের পক্ষে। এই যে মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয়ের কারণে বিশ্বের মানুষের হৃদয় কাঁদছে। তাদের হৃদয়ের মধ্যে অশ্রু ঝরছে। এই রকম একটি দুর্যোগে তো ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করার কথা। গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত, একটি সভ্য দেশের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত।’

রোহিঙ্গাদের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই মুহূর্তে প্রয়োজন ছিল সরকারের দায়িত্ব নেয়ার। সেই মুহূর্তে তারা তা নেয়নি; বরং নেতিবাচক কথা বলেছে। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংগঠনের প্রধান প্রতিহত করা হবে, তাদের বলেছে। সরকার নির্লিপ্ত থাকার কারণে নাফ নদীতে অনেক শিশু, অনেক নারী সেখানে ভেসে গেছে। ওইদিকে আপনার নিরাপত্তা বাহিনীর গুলি, আর এদিকে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। বাংলাদেশ সরকারের ভ্রান্তনীতির কারণেই আজকে অনেক রোহিঙ্গার সলিল সমাধি হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতাকর্মীরা।

এদিকে জেলা বিএনপির নেতাদের নিয়ে রোহিঙ্গা শিবিরে দলের পক্ষ থেকে ১০টি নলকুপ স্থাপন করেন রিজভী আহমেদ।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :