রাজশাহীতে পূজা উদযাপনে ১১২ মন্দিরকে অনুদান

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪০

শারদীয় দূর্গা পূজা উদযাপনে ১১২টি মন্দিরকে দুই লাখ ২৪ হাজার টাকা অনুদান দিয়েছে রাজশাহী জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানকিভাবে রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলার এসব মন্দির কমিটির সভাপতির কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন। অনুষ্ঠানের অতিথিরা প্রতিটি মন্দিরের সভাপতির হাতে দুই হাজার টাকার করে চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে এই অসাম্প্রদায়িক চেতনা তৈরি করেছে। তাই এই দেশে এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের কোনো হানাহানি নেই।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, তিনি এরই মধ্যে জেলায় ২০টি মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছেন। অসম্পূর্ণ অবস্থায় যেসব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, জেলা পরিষদের অর্থায়নে সেগুলোরও নির্মাণ কাজ শেষ করবেন তিনি। কোনো মন্দির-মসজিদের নির্মাণ শেষ করতে চাঁদা তুলতে হবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলম, প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস আক্তার, সদস্য এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সরদার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য আবদুস সালাম, গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, আবদুল মান্নান ফিরোজ, আবুল ফজল প্রামানিক, আবদুর রশিদ, মাহমুদুর রহমান রেজা, আবু জাফর মাস্টার, আসাদুজ্জামান মাসুদ, আজিবর রহমান, নূর মোহাম্মদ তুফান, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য রাবিয়া খাতুন সীমা, জয়জয়ন্তী সরকার মালতি, শিউলী রানী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :